ছড়াটুন

By জাহিদ আকবর-এর ছড়ায় সাদাত-এর আঁকায়
28 July 2016, 07:52 AM
UPDATED 8 August 2016, 17:08 PM

জবর খবর

আমের দেশের মেয়ে
করল শেষে বিয়ে।
কারো তাতে ভাঙল মন
দিলে প্রাণে হলো জ্বলন।
ব্যাপারখানা বেশ জবর
ছাপা হলো নানান খবর।
খবর কি আর থামতে চায়
গড়ালো শেষে মামলায়।
কানাঘুষার অবশেষে
থামল গিয়ে আপোসে।

Arefin-Shuvo

জানেমান

চলাতে বলাতে
পারফেক্ট হিরো সে।
নতুন জামানাতে
বাকি সব জিরো যে।
তাকে দেখে মেয়েদের
দিলে হয় ধাড়কান।
কতশত তরুণী
বলে জানেমান।

Shakib-khan

সম্রাট

কেউ বলে কিং খান
কেউ ডাকে শিকারি।
বাংলা সিনেমার
এ যুগের দিশারী।
কারো চোখে মেন্টাল
কারো কাছে সম্রাট
সিনেমায় বহু রূপ
আছে বেশ ঠাঁটবাঁট।
নায়িকার সাথে তার
অভিমান চলছে।
এই কথা মিডিয়াতে
অহরহ উড়ছে।

Pori-moni-cop2.jpg

রূপ তার চমকায়

রূপালি সে পর্দায়
রূপ তার চমকায়।
ছলাকলা ষোলআনা
সবটুকু আছে জানা।
সিনেমায় নেই হিট
তবু মেয়ে খুব ফিট।
কত শত ছবি হাতে
নামকরা হিরো সাথে।
মায়ামাখা হাসি যার
পরীমণি নাম তার।

Bappy-Chowdhury

ভজঘট

সিনেমার বাপ্পী
ছুঁড়ে দিলো পাপ্পী।
নায়িকা কে পটাপট
তা নিয়ে ভজঘট।
ছুঁয়ে গেছে ঠিক সে যে
মানুষের মন মাঠ।
ভালোবেসে কেউ বলে
ও মাই সুইটহার্ট।

Nusrat-Faria

ডার্লিং ফারিয়া

চটপটাং কথা বলে
ড্যামস্মার্ট হয়ে চলে
ফেসবুক জুড়ে তার
লাখে লাখে ফলোয়ার।
প্রথম ছবি আশিকী
তা দিয়ে চলে কী?
ঢাকা আর কলকাতা
শিডিউলে ভরা খাতা।
চোখে দেখে ঝাপসা
ঈদে ছবি বাদশা।
ওগো ডার্লিং ফারিয়া
মনটা নিলা কাড়িয়া।