অলিম্পিক ভিলেজেও করোনার হানা

By স্পোর্টস ডেস্ক
17 July 2021, 11:22 AM
UPDATED 24 July 2021, 21:13 PM

আর মাত্র ছয় দিন বাকি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস মাঠে গড়ানোর। কিন্তু এর আগে বড় ধাক্কা খেয়েছে টোকিও অলিম্পিকের আয়োজকরা। এবার অলিম্পিক ভিলেজেও করোনাভাইরাস হানা দিয়েছে। শনিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

তবে আশার কথা আক্রান্ত ব্যক্তি কোনো অ্যাথলেট নন, বিদেশি অলিম্পিক প্রতিনিধিদের একজন যিনি বর্তমানে অলিম্পিক সুবিধার আওতায় রয়েছেন। টোকিও উপসাগরের একটি কৃত্রিম দ্বীপে আবাসিক কমপ্লেক্সে থাকা দলগুলোর মধ্যে এটাই প্রথম কোভিড-১৯ পজিটিভ হওয়ার ঘটনা।

করোনাভাইরাসের কারণে এবার বেশ সতর্কতা অবলম্বন করেছিল জাপান সরকার। প্রত্যেক দেশের খেলোয়াড়রা দেশটিতে পৌঁছানোর পর মূল ভিলেজে না নিয়ে আশেপাশের শহরে একাধিকবার পিসিআর টেস্টে নিশ্চিত হওয়ায় ভ্রমণের ছাড়পত্র দিচ্ছে। তাও নির্দিষ্ট এলাকার মধ্যে। নিশ্চিত করছে কোয়ারেন্টিন পর্ব। সবকিছু স্বাভাবিক এলেই মূল অলিম্পিক ভিলেজে ঢোকার অনুমতি দিচ্ছে তারা।

তবে সংবাদটি অলিম্পিক শুরুর ঠিক ছয় দিন আগে আসায় স্বাভাবিকভাবেই বড় দুশ্চিন্তায় পড়েছে আয়োজকরা। পাশাপাশি অ্যাথলেটদের জন্যও বড় দুশ্চিন্তার কারণ। আর এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গেমস প্রধান সিকো মাশিমোতো, 'যে সকল অ্যাথলেট জাপানে ঢুকেছেন তারা হয়তো দুশ্চিন্তায় আছেন, আমি এটা বুঝি। এ কারণেই এটা আমাদের জানানো দরকার। আমরা কোভিডের প্রাদুর্ভাব রোধ করতে সবকিছু করছি।'

অলিম্পিক কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, জাপানে পৌঁছানোর পর এখন পর্যন্ত একজন অ্যাথলেটসহ মোট ৪৪ জন কোভিড-১৯ পজিটিভ এসেছেন। তবে এটাই প্রথম অলিম্পিক ভিলেজের কেউ এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা।