দ্বিতীয় স্বর্ণও চীনের, রৌপ্য জিতলেন ভারতের চানু

By স্পোর্টস ডেস্ক
24 July 2021, 07:09 AM
UPDATED 24 July 2021, 14:22 PM

টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জিতেছিল চীন। দ্বিতীয় স্বর্ণটিও নিজেদের করে নিয়েছে তারা। নারীদের ৪৯ কেজি বিভাগে প্রথম হয়েছেন হউ ঝিহুই। এ বিভাগে রৌপ্য পদক জিতেছেন ভারতের মীরাবাঈ চানু।

নতুন অলিম্পিক রেকর্ড গড়েই স্বর্ণ জিতেন ঝিহুই। ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ওজন তুলেছেন তিনি। স্ন্যাচে তুলেছেন ৯৪ কেজি। সবমিলিয়ে ২১০ কেজি তুলে নতুন এ রেকর্ড গড়েন এ চাইনিজ ভারোত্তলক।

২০২ কেজি ভার তুলে দ্বিতীয় হয়েছেন চানু। স্ন্যাচে তিনি তুলেছিলেন ৮৭ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে ৮৭ কেজি তুলে রৌপ্য পদক নিশ্চিত করেন তিনি। তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন ইন্দোনেশিয়ার উইন্ডি কানথিকা আইসাহ। মোট ১৯৪ কেজি ভার তুলেছেন তিনি।

এর আগে এদিন অলিম্পিকের প্রথম স্বর্ণটা জিতেছিল চীনই। শুক্রবার রাতে নারী এককের ১০মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন চীনের ইয়াং কিয়ান।