বাংলাদেশের সেই দলটি এবার ব্রোঞ্জ জিতল ৫০ মিটার রাইফেলে

By ক্রীড়া প্রতিবেদক
15 February 2022, 08:17 AM
UPDATED 15 February 2022, 14:40 PM

রাব্বি হাসান মুন্না, মোহাম্মদ ইউসুফ আলী ও শোভন চৌধুরীর সমন্বয়ে গঠিত দলটি ইন্দোনেশিয়ার মাটিতে আরেকটি সাফল্য উপহার দিল বাংলাদেশকে। চলমান আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) গ্রাঁ প্রিতে ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জিতলেন তারা।

মঙ্গলবার নিজেদের অর্জনের মুকুটে নতুন পালক যুক্ত করেছেন রাব্বি, ইউসুফ ও শোভন। জার্কাতায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে তারা হারিয়েছেন সিঙ্গাপুরের প্রতিযোগীদের। বাংলাদেশ দল স্কোর করে ১৭ পয়েন্ট। বিপরীতে, পরাজিত সিঙ্গাপুর তুলতে পারে ১৫ পয়েন্ট।

রাব্বি, ইউসুফ ও শোভন মিলে এর আগে বাংলাদেশকে রুপা জেতান ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে। গত শনিবার সোনা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুরই। তবে সেদিন শেষ হাসি হাসতে না পারলেও এদিন প্রতিশোধ নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের গ্রাঁ প্রিতে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে একটি রুপা ও চারটি ব্রোঞ্জ পদক।