ভারতে ভিডব্লিউ পোলো কাপে লড়বেন বাংলাদেশি রেসার রাফি-অভীক

By স্পোর্টস ডেস্ক
22 September 2021, 15:23 PM
UPDATED 22 September 2021, 21:26 PM

বাংলাদেশের কার রেসার আরেফিন রাফি ও অভীক আনোয়ার ভারতের ভক্সওয়াগন পোলো কাপে অংশগ্রহণ করতে যাচ্ছেন।

চেন্নাইয়ের মাদ্রাজ মোটর রেস ট্র্যাকে প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

পাঁচ দেশের মোট ২০ জন প্রতিযোগী লড়বেন ভিডব্লিউ পোলো কাপে। স্বাগতিক ভারত ও বাংলাদেশের পাশাপাশি চীন, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার রেসাররা অংশ নিচ্ছেন।

অভীক এর আগে ২০১৯ সালে ভিডব্লিউ অ্যামিও কাপে সবমিলিয়ে তৃতীয় হন। পরের বছর একই প্রতিযোগিতায় তিনি তৃতীয় হয়ে কোয়ালিফাই করার কৃতিত্ব দেখান।

রেসে অভীকের লিড স্পন্সর হিসেবে থাকছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।