দেয়ালে থাকুক তুলির ছোঁয়া

By বুশরা আফরিন
28 October 2021, 05:06 AM
UPDATED 28 October 2021, 11:22 AM

ঘর সাজাতে নান্দনিকতার ছোঁয়া রাখতে চায় সবাই। যার ঘর সব সময় এলোমেলো দেখবেন, তারও মনে কখনো না কখনো ঘরটা গুছিয়ে রাখার চিন্তা আসে।

তেমনি, যে কখনো ছবি আঁকেনি তার মনেও ছবি আঁকার ইচ্ছা সঞ্চার হয়। সেই ইচ্ছাটা বাস্তবায়ণ করলে কেমন হয়? আর ক্যানভাসটা যদি হয় ঘরের দেয়াল?

wall painting.jpeg
ছবি: বুশরা আফরিন

প্রাচীনকাল থেকেই মানুষ ঘরের সৌন্দর্য বাড়াতে দেয়ালে বিভিন্ন চিত্রকর্ম ফুটিয়ে তোলেন। সেসব চিত্রকর্ম দেখেই ইতিহাসবিদরা সেই সময়ের মানুষের জীবনাচরণ, কৃষ্টি, সভ্যতা নিয়ে গবেষণা করে থাকেন।

আধুনিক যুগে এমন চিত্রকর্ম করা ঘরবাড়ি হাতেগোনা কিছু দেখা যায়। ক্ষুদ্র ণৃ-গোষ্ঠীদের ঘরবাড়িতে এমন রঙ্গিন দেয়াল খুঁজে পাওয়া যায়। এর জন্য তারা প্রাকৃতিক রং অথবা চুন, চালের গুঁড়া, পানি ব্যবহার করেন। অনেকে আবার বিভিন্ন ধরনের মাটি দিয়েই ঘরের দেয়ালে বিভিন্ন মোটিফ অথবা জ্যামিতিক চিত্র অঙ্কন করেন। সাঁওতালরা তাদের ঘরের বাইরে বিভিন্ন রং দিয়ে ফুল, লতা, পাতা, পাখি আঁকে।

wall painting1.jpeg
ছবি: বুশরা আফরিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার টিকাইল গ্রামের দৃশ্য দেখলে চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা হয়। গ্রামের অধিকাংশ মানুষের ঘরের দেয়ালে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করা। বিভিন্ন মোটিফের ফুলের ছবি আঁকা এই দেয়ালগুলো দেখে যে কারো মন ভরে উঠবে।

তাদের মতো করে আমরাও চাইলে রাঙ্গাতে পারি আমাদের ঘর। ইচ্ছে হলে কি না করা যায়। আজ মন চাইলো তো কাগজ-কলমে একটা ছবি এঁকে ফেললেন। কাল মন চাইলো তো আপনার বারান্দার একটা দেয়ালে কিছু না কিছু একে রং তুলিতে সাজিয়ে দিলেন।

ইট-কাঠের দালানে বাস করে এমন করে দেয়াল সাজানো সহজ না হলেও খুব একটা কঠিনও নয়।

wall painting1.jpeg
ছবি: বুশরা আফরিন

দেয়াল পেইন্টিং করে সাজানোর ক্ষেত্রে প্রথমেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে কী কী করতে হবে তা গুছিয়ে নেওয়া প্রয়োজন। প্রথমে ঘরের কোন দেয়ালে পেইন্টিং করবেন তা নির্বাচন করুন। তারপর সেই দেয়ালে কেমন ছবি আঁকা হবে তা কাগজে এঁকে নিন। এতে করে কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে।

দেয়ালে ছবি আঁকার ক্ষেত্রে ব্যবহৃত রং-তুলি এবং অন্যান্য সব প্রয়োজনীয় জিনিস নিয়ে কোমর বেঁধে ছবি আঁকা শুরু করে দিন। ছবি আঁকা শুরু করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মেঝে নোংরা না হয়। সেক্ষেত্রে কাজ শুরুর আগে মেঝেতে বড় পলিথিন অথবা পুরনো কাগজ বিছিয়ে নিতে পারেন। তারপর দেয়ালে মনের মাধুরী মিশিয়ে রং-তুলিতে ফুটিয়ে তুলুন ফুল, পাখি, পাতা, নদী, চাঁদ, সূর্য।

অন্দরের যেকোনো একটি প্রিয় অংশের দেয়ালটিতে রং তুলির ছোঁয়ায় একটি সুন্দর চিত্রকলা ফুটিয়ে তুলতে পারেন। এতে করে গৃহসজ্জায় নান্দনিকতা কোনো অংশে কম হবে না নিশ্চিত।