পর্যটক আকর্ষণে সৌদির ওয়েল রিগ হবে 'এক্সট্রিম পার্ক’

By স্টার অনলাইন ডেস্ক
23 October 2021, 09:20 AM
UPDATED 23 October 2021, 15:30 PM

তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে এবার পর্যটক আকর্ষণের দিকে মনোযোগ দিচ্ছে সৌদি আরব। তবে, সেখানেও তেলের সংশ্লিষ্টতা থাকছে। একটি ওয়েল রিগকে (তেল উত্তোলনের জন্য কূপের ওপর নির্মিত অবকাঠামো) বিশালাকৃতির 'এক্সট্রিম পার্ক' ও রিসোর্টে পরিণত করার পরিকল্পনা করেছে ওই দেশের সরকার। 

সিএনএন ট্রাভেলসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

me-park.jpg

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) অর্থায়নে তৈরি ১ লাখ ৫০ হাজার স্কয়ার মিটারের এ এক্সট্রিম পার্ক ও রিসোর্টটির অবস্থান হবে আরব উপসাগরের ওপর। ৩টি হোটেল ও ১১ টি রেস্তোরাঁ থাকবে এতে। থাকবে রোলার কোস্টার রাইড, বাঞ্জি জাম্পিং এবং স্কাইডাইভিংয়ের সুযোগ। 

চলতি মাসের শুরুতে পার্কটির একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করা হয়েছে।

k.jpg

পিআইএফের এক বিবৃতিতে বলা হয়েছে, 'প্রকল্পটি একটি অনন্য পর্যটন আকর্ষণ, যা বিশ্বজুড়ে পর্যটকদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে এটি আরব উপসাগরীয় অঞ্চলের পর্যটকদের কাছে জনপ্রিয় হবে।'

সাই্টটি সৌদি ভিশন-২০৩০ অনুসারে তৈরি করা হচ্ছে। এর লক্ষ্য সৌদি আরবকে একটি শীর্ষ আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা এবং দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনা।

park.jpg

প্রতি বছর লাখ লাখ মানুষ সৌদির পবিত্র শহর মক্কায় হজ্বে গেলেও, দেশটিতে আন্তর্জাতিক পর্যটকদের অনুকূল গন্তব্য কম। তবে সৌদি নিজেদের দুবাই, আবুধাবি এবং ওমানের পর্যটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থানে নিয়ে যেতে চায়।

রাজধানী রিয়াদের বাইরে অবস্থিত একটি নতুন শহরের অংশ হিসেবে এক্সট্রিম পার্কটি নির্মাণ করা হচ্ছে। ২০২৩ সালে চালু হওয়ার পর বিশ্বের সবচেয়ে দ্রুত গতির রোলার কোস্টারটি থাকবে এখানেই।