আগামী বছর থেকে স্কুলে সাপ্তাহিক ছুটি ২ দিন: শিক্ষামন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
19 February 2022, 12:10 PM
UPDATED 19 February 2022, 18:23 PM

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বছর থেকে শুক্র ও শনিবার ২ দিন সাপ্তাহিক ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৬২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করতে এনসিটিবিতে যান শিক্ষামন্ত্রী। এই স্কুলগুলোতে নতুন কারিকুলামের পাইলটিং হবে।

নতুন কারিকুলামে শুধু শুক্রবারের পরিবর্তে স্কুলগুলোতে শুক্রবার ও শনিবার ২ দিন সাপ্তাহিক ছুটি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।