এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট

By স্টার অনলাইন রিপোর্ট
1 March 2022, 06:07 AM
UPDATED 1 March 2022, 12:34 PM

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার ওয়েবসাইটে প্রকাশিত আলাদা ২টি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমরা সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ফরমপূরণ শুরুর সম্ভাব্য তারিখ ১৩ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষার ফরমপূরণের সম্ভাব্য তারিখ ৮ জুন। শিক্ষার্থীদের অনলাইনে ফরমপূরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, রসায়ন, উচ্চতরগণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৫০ করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। ব্যবহারিক বিষয়গুলোর ক্ষেত্রে ৩০ নম্বরের রচনামূলক এবং ১৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। ব্যবহারিক ব্যতীত অন্যান্য বিষয়ে ৪০ নম্বরের রচনামূলক এবং ১৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে, বাংলা, ইংরেজি এবং গ্রুপ ভিত্তিক আবশ্যিক ৩টি বিষয়ে ও ১টি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি বিষয়টি মূল্যায়ন করা হবে। ব্যবহারিক বিষয়গুলোর ক্ষেত্রে ৩০ নম্বরের রচনামূলক ও ১৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। ব্যবহারিক ব্যতীত অন্যান্য বিষয়ে ৪০ নম্বরের রচনামূলক এবং ১৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। বাংলা দ্বিতীয় পত্রে ৫০ নম্বরের এবং ইংরেজি প্রথম ‍ও দ্বিতীয় পত্রে ৫০ নম্বরের করে ১০০ নম্বরের পরীক্ষা হবে।