এ মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী
চলতি মাসেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, 'চলতি মাসেই খোলা হবে সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি। আজ রাতেই জাতীয় পর্যালোচনা কমিটির সঙ্গে এ নিয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।'
'প্রধানমন্ত্রীর সঙ্গেও এ নিয়ে কথা বলব। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে,' বলেন তিনি।
এ সময় তিনি বলেন, 'এ বছর যারা এইচএসসি পাস করেছে তাদের সবারই ভর্তি ব্যবস্থা আছে। কারণ পাসের চেয়ে আমাদের আসন সংখ্যা বেশি। বিশেষ করে ২০২৩ সাল থেকে শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম বাস্তবায়ন করব। এতে করে আমাদের শিক্ষার যে গুনগতমান খুঁজছি, সেটি পুরোপুরি বাস্তবায়ন হবে।'
এর আগে মন্ত্রী চাঁদপুর জেলার কচুয়া, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এ অনুষ্ঠানে ভার্চুয়ালি চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান অংশ নেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।