শাবিপ্রবি শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের প্রশংসা শিক্ষামন্ত্রীর

By নিজস্ব সংবাদদাতা, সিলেট
11 February 2022, 13:35 PM
UPDATED 11 February 2022, 19:37 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্যের পদত্যাগ দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় শাবিপ্রবি ক্যাম্পাসে জড়ো হওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি ধন্যবাদ জানিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্য জানান।

তিনি বলেন, 'আমি প্রশংসা করছি অহিংস একটি আন্দোলনের জন্য। বিদ্যুৎ সংযোগ (উপাচার্যের বাসভবনের) কাটায় ভয় পেয়েছিলাম কী হচ্ছে…তবু ধন্যবাদ জানাই আপনাদের।'