চট্টগ্রামে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা
সারি সারি টেবিল। প্রতিটি টেবিলে বিজ্ঞানের নানা শাখার বিভিন্ন প্রজেক্ট। প্রজেক্টের কাজ বিচারকদের বুঝিয়ে দিচ্ছে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিজ্ঞান মেলায় চিত্র এমনই ছিল।
গতকাল শুক্রবার ও আজ শনিবার এই ২ দিনের এই বিজ্ঞান মেলায় ওই স্কুলের দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ১৬৫টি প্রজেক্ট উপস্থাপন করে।
কেউ আলু থেকে বিদ্যুৎ শক্তি স্থানান্তর করছে। কেউ টেবিলে বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রজেক্ট প্রদর্শন করছে।
কেউ আবার ট্র্যাফিক জ্যাম নিরসনে রোটেটিং ট্রাস ব্রিজ বা বর্ষায় পানি পরিমাপের জন্য ওয়াটার লেভেল ইনডিকেটর তৈরি করেছে।
এছাড়া সোলার সিস্টেম মডেল, ওয়ারলেস পাওয়ার ট্রান্সফার, ফায়ার আল্যার্ম ব্যবস্থা উপস্থাপন করেছে শিক্ষার্থীরা।
আজ বিজ্ঞান মেলার শেষ দিনে ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে শ্রেনিভিত্তিক ১ম, ২য় ও ৩য় পুরস্কার দেওয়া হয়।
পাশাপাশি সবচেয়ে উদ্ভাবনী প্রজেক্ট খুঁজতে গঠন করা হয় ইনোভেটিভ টিম।
বিজ্ঞান মেলা উদ্বোধন করেন বিজ্ঞানী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম শমশের আলী।
তিনি বক্তব্যে বলেন, 'বিজ্ঞান মেলায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বিশেষ করে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে। নারীর ক্ষমতায়নের এ যুগে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো।'