নির্ধারিত সময়েই ৩ বিশ্ববিদ্যালয় ও ঢাবি অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও ২ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৩ বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের পরীক্ষা শুরু হবে।
করোনা সংক্রমণ শুরুর কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বর মাসে স্বল্প পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। একেক শ্রেণির ক্লাস একেক দিন নেওয়ার পাশাপাশি অনেক প্রতিষ্ঠানেই অনলাইন পাঠদানও চালু ছিল। কিন্তু সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার।
গত ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ছুটি শুরু হয়। আগামী ৬ ফেব্রুয়ারি ছুটি শেষ হওয়ার কথা থাকলেও সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়াচ্ছে সরকার।
পরীক্ষা স্থগিত করায় গত ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেন। তারা নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার দাবি জানান। পরবর্তীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আশ্বাস দিলে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।