পরীক্ষা স্থগিত, নীলক্ষেত মোড়ে অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত
পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন।
শিক্ষার্থীরা জানান, পরীক্ষা স্থগিতের বিষয়ে তাদের আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। পরীক্ষা দিতে কেন্দ্রে এসে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ আজই তাদের শেষ পরীক্ষা ছিল।
ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।