ফেব্রুয়ারি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ জাতীয় কমিটির
করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় চলতি ফেব্রুয়ারি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
বুধবার রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনিসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি (এনটিএসি) সুপারিশ করেছে, করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় সরকার ১২ বছর বা তারচেয়ে বেশি বয়সী শিশুদের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করতে পারে।
বৈঠক শেষে এনটিএসি'র সভাপতি ডা. মোহাম্মদ শহীদুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোভিড-১৯ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায়, আমরা স্বাস্থ্য নির্দেশিকাগুলো কঠোরভাবে বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় চালু করার সুপারিশ করেছি এবং সব শিক্ষার্থীদের জন্য ডবল ডোজ ভ্যাকসিন নিশ্চিত করার জন্য সুপারিশ করেছি।'
বৈঠক শেষে এনটিএসি'র সভাপতি ডা. মোহাম্মদ শহীদুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোভিড-১৯ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায়, আমরা স্বাস্থ্য নির্দেশিকাগুলো কঠোরভাবে বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় চালু করার সুপারিশ করেছি এবং সব শিক্ষার্থীদের জন্য ডবল ডোজ ভ্যাকসিন নিশ্চিত করার জন্য সুপারিশ করেছি।'
প্রাথমিক বিদ্যালয় পুনরায় খোলার বিষয়ে কোনো সুপারিশ ছিল না বলেও জানান তিনি।
এ ছাড়া স্কুল খোলার তারিখ সম্পর্কে তিনি বলেন, 'এ বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।'
এদিকে এ বিষয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবে শিক্ষা মন্ত্রণালয়।