রমজানে ২৬ এপ্রিল পর্যন্ত খোলা স্কুল-কলেজ

By স্টার অনলাইন রিপোর্ট
28 March 2022, 13:49 PM
UPDATED 28 March 2022, 20:15 PM

আসন্ন পবিত্র রমজান মাসে স্কুল-কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চলবে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট রমজানে ক্লাস-পরীক্ষা চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

রমজানে স্কুল-কলেজ খোলা রাখার কারণ সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, কোভিড-১৯ মহামারিতে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুষিয়ে নিতে রমজান মাসেও শ্রেণিকক্ষে পাঠদান চলবে।

রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত জানাল সরকার।