সশরীরে পাঠদান বন্ধের সময়সীমা হয়তো আর বাড়াতে হবে না: শিক্ষামন্ত্রী
করোনা সংক্রমণের হার কমে আসায় শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান বন্ধের সময়সীমা হয়তো আর বাড়াতে হবে না—এমন আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সরকারের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আগামীকাল একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকটি হয়তো আরও দুতিন দিন পরে হবে এবং সেই বৈঠকে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করবো। তবে আমরা সবাই দেখতে পাচ্ছি, সংক্রমণের হার কমছে। সেটি আমাদের জন্য অত্যন্ত সুখবর। আমরা আশা করি, এই কমে যাওয়ার হার অব্যাহত থাকবে। আমরা সবাই স্বাস্থ্যবিধি মানবো, সংক্রমণের হার কমে যাবে এবং আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে আর ব্যাহত না হয় সে জন্য যে ছুটি এখন চলছে—শ্রেণিকক্ষে পাঠদান আপাতত বন্ধ আছে, সেটির সময়সীমা আশা করি আর বাড়াতে হবে না।
তিনি আরও বলেন, সবই নির্ভর করবে অতিমারির অবস্থার ওপরে এবং বিশেষজ্ঞদের পরামর্শের ওপর ভিত্তি করে আমরা সব সময় বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনেও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নেব।
শাবিপ্রবি শিক্ষার্থীদের দাবি পূরণের বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা আশ্বস্ত হয়েছে বলেই আমরা আবার বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। তারা ১০ জন এসেছিলেন, পরে ওখানে তাদের সবাই উপস্থিত ছিলেন যারা আন্দোলন করেছেন। তাদের সবার উপস্থিতিতে যে কথাগুলো বলেছি, সেগুলো তারা গ্রহণ করেছেন। শিক্ষক-প্রশাসনের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করেছি। আমরা আশা করি, শান্তি-শৃঙ্খলা সব কিছু বজায় থাকবে, বিশ্ববিদ্যালয় স্বাভাবিক কার্যক্রমে অবিলম্বে ফিরে যাবে।