বন্যা: সিলেট বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

By নিজস্ব সংবাদদাতা, সিলেট
17 June 2022, 09:52 AM

বন্যা পরিস্থিতির কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ শুক্রবার এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ।

তিনি জানান, রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় আগামী ৩ দিনের জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।