প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত

By স্টার অনলাইন রিপোর্ট
6 June 2022, 19:33 PM

প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ ও ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার বিকেলে 'বাংলাদেশের উন্নয়ন:  পরিবেশগত সমস্যা, সুযোগ ও প্রত্যাশা' এই ওয়েবিনার আয়োজন করা হয়।

এতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, উন্নয়ন ব্যক্তিত্ব, জাতিসংঘ, রেডক্রস ও রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

এ ওয়েবিনারের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষাবিদদের পরিবেশ বিষয়ক ভাবনাকে একত্রিত করে বাংলাদেশের পরিবেশ বান্ধব উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

এতে অন্যান্যের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী, অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন সরকার, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুল মির্জা, অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুল বিশ্বাস, লেবনিজ ইনস্টিউট অব ইকোলজিক্যাল আরবান অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট বিভাগের সহযোগী গবেষক ড. সুজিত কুমার সিকদার, ইউএনএইচসিআর বাংলাদেশের পরিবেশ ও এনার্জি ইউনিটের প্রধান পল মেকিলিয়ন, নেদারল্যান্ডের ইউট্রেক্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ মল্লিক, স্কটল্যান্ডের গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সারওয়ার হোসেন বক্তব্য রাখেন।