বনরক্ষায় নিহতদের স্মরণ করল আরণ্যক ফাউন্ডেশন

By স্টার অনলাইন রিপোর্ট
24 March 2022, 16:25 PM

বনভূমি সংরক্ষণে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় গাছপাচারকারীদের হামলায় নিহত কমিউনিটি পেট্রল গ্রুপের (সিপিজি) সদস্যদের স্মরণে সহ-ব্যবস্থাপনা দিবস পালন করেছে আরণ্যক ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার রাজধানীতে আরণ্যকের প্রধান কার্যালয়ে এ দিবস পালন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনবিভাগের উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির। সভা সঞ্চালনা করেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুল।

মো. জাহিদুল কবির বন সংরক্ষণে সিপিজি সদস্যদের অবদানের প্রশংসা করেন। তিনি প্রতিবেশ প্রকল্পের মাধ্যমে আগামী মে মাসে সিপিজি সদস্যদের নিয়ে একটি জাতীয় কর্মশালা আয়োজনের প্রস্তাব করেন।

সভায় সিপিজি সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, সিপিজির সঙ্গে বনবিভাগের সমন্বয় বাড়ানো, বনপাহাড়ায় সিপিজি সদস্যদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আরণ্যক ফাউন্ডেশেনর চেয়ারম্যান ফরিদ উদ্দিন।

২০০৮ সালে ২৩ মার্চ টেকনাফে বন্যপ্রাণী অভয়ারণ্যে বনবিভাগের সাথে যৌথভাবে বন পাহাড়া দিতে গিয়ে কাঠ চোরাকারবারীদের হামলায় সিপিজি সদস্য রফিকুল ইসলাম নিহত হন। তার আত্মত্যাগকে স্মরণ করতে প্রতিবছর এ দিনে সহ-ব্যবস্থাপনা দিবস পালন করে আসছে আরণ্যক ফাউন্ডেশন।