হালদায় পাওয়া গেল আরও একটি মৃত ডলফিন

By স্টার অনলাইন রিপোর্ট
30 September 2021, 10:23 AM

চট্টগ্রামে হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নদী তীরবর্তী মদুনাঘাটের বড়ুয়াপাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

চট্টগ্রামের সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, নদীতে নিয়মিত টহল চালানোর সময় সকাল ১০টার দিকে মৃত ডলফিন দেখে সেটিকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, 'ডলফিনটি সম্ভবত আরও ১ দিন আগে মারা গেছে।'

'আমরা ডলফিনটিকে পানিতে ভেসে থাকতে দেখি। এর মরদেহ ফুলে গিয়েছিল,' বলেন তিনি।

হালদা নদী দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রধান প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র।

হালদা গবেষক অধ্যাপক মনজুরুল কিবরিয়া দ্য ডেইলি স্টারকে জানান, ২০১৭ থেকে হালদায় অন্তত ৩০টি ডলফিন প্রাণ হারিয়েছে।

আজ উদ্ধার করা মৃত ডলফিনটির ওজন প্রায় ৪০ কেজি এবং এটি ৫৯ ইঞ্চি লম্বা ছিল বলে জানান তিনি।