২০৩০ সাল নাগাদ ২১.৮৫ শতাংশ কার্বন নিঃসরণ কমাবে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
11 October 2021, 15:34 PM
UPDATED 11 October 2021, 21:38 PM

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ২১ দশমিক ৮৫ শতাংশ কার্বন ডাই-অক্সাইড গ্যাসের নির্গমন কমাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

আজ সোমবার বিকেলে ভুটানে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, 'বাংলাদেশ চলতি বছরের ২৬ আগস্ট হালনাগাদ করা ও উন্নত ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশান (এনডিসি) জমা দিয়েছে। সেখানে ২০৩০ সালের মধ্যে ২১ দশমিক ৮৫ শতাংশ কার্বন ডাই-অক্সাইড গ্যাসের নির্গমন হ্রাসের কথা উল্লেখ করা হয়েছে।'

মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, 'জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব বৈশ্বিক উদ্যোগে উন্নত দেশ বিশেষ করে জি-২০ দেশগুলোকে সক্রিয়ভাবে নেতৃত্ব দিতে হবে। বিশ্ব নেতৃবৃন্দকে ক্ষতিকর গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।'

মন্ত্রী বলেন, 'প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখতে ধনী দেশগুলোর সঙ্গে সব দেশেরই এনিডিসি ক্রমান্বয়ে বাড়াতে হবে।'

বক্তব্যে তিনি বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী অনুন্নত দেশগুলো যেন বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পেতে পারে সে বিষয়ে জিসিএফ ও জিইএফকে নির্দেশনা দেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বিভিন্ন স্বল্পোন্নত দেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।