৩ দিনের ব্যবধানে হালদায় আরেকটি ডলফিনের মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
4 October 2021, 09:47 AM

মাত্র ৩ দিনের ব্যবধানে হালদা নদীতে আজ আরও একটি ডলফিনের মৃত্যু হয়েছে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর নৌপুলিশ একই এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছিল।

হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয়রা রামদাস মুন্সির হাট এলাকায় স্তন্যপায়ী প্রাণীটিকে মৃত অবস্থায় দেখতে পায় এবং নৌপুলিশকে জানায়।

পরে পুলিশের একটি দল নদী থেকে মৃত ডলফিনটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও বলেন, মাছ ধরার জালের কারণে ডলফিনটির মৃত্যু হতে পারে।

'ডলফিনের বারবার মৃত্যু একটি অশুভ লক্ষণ। হালদাকে বঙ্গবন্ধু মৎস্য ঐতিহ্য ঘোষণা করায় আমরা বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি,' বলেন তিনি।