অস্ট্রেলিয়ায় পৌঁছেছে শেন ওয়ার্নের মরদেহ

আকিদুল ইসলাম
আকিদুল ইসলাম
10 March 2022, 12:47 PM

থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রায় ১ সপ্তাহ পর অস্ট্রেলিয়ায় পৌঁছালো ক্রিকেট গ্রেট শেন ওয়ার্নের মরদেহ।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে একটি চার্টার্ড ড্যাসল্ট ফ্যালকন ৭ এক্স উড়োজাহাজে তার মরদেহ মেলবোর্নের এসেনডন বিমানবন্দরে পৌঁছেছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে উড়োজাহাজটি ব্যাংকক ছেড়েছিল।

৫২ বছর বয়সী এই ক্রিকেট তারকাকে শ্রদ্ধা জানাতে মেলবোর্নের বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং ভক্তরা।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ অফিসাররা তার মরদেহ গ্রহণ করার জন্য বাইরে অবস্থান করছিলেন।

আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ক্রিকেট লিজেন্ড শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠান। 

ভিক্টোরিয়া ও ফেডারেল সরকার রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নের শেষ বিদায় জানানোর প্রস্তাব দিলে, তার পরিবারের প্রস্তাব গ্রহণ করে।

আগামী ৩০ মার্চ শেন ওয়ার্নকে বিদায় জানাতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। 

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ আজ গণমাধ্যমকে বলেছেন, 'মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এই মানুষটিকে বিদায় জানানোর উপযুক্ত স্থান। এই মাটিতে তিনি অনেক অমলিন স্মৃতি তৈরি করেছেন।'

'এটি অস্ট্রেলিয়ার সর্বশ্রেষ্ঠ ক্রীড়া স্টেডিয়াম। তিনি নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার সেরা ক্রীড়াবিদদের একজন এবং এটি তাকে বিদায় জানানোর সেরা জায়গা,' যোগ করেছেন ড্যানিয়েল অ্যান্ড্রুজ।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক