অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের অংশগ্রহণ এখনও অনিশ্চিত

আকিদুল ইসলাম
আকিদুল ইসলাম
13 January 2022, 11:06 AM

উচ্চ আদালতের রায়ে টেনিস তারকা নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ার ভিসা ফেরত পাওয়ার পর এ বিষয়ে সব বিতর্ক প্রায় থেমে গিয়েছিল। কিন্তু আদালতের রায়ের পর দেশটি অভিবাসন বিষয়ক মন্ত্রী অ্যালেক্স হক গণমাধ্যমে জানিয়েছেন যে জোকোভিচের অস্ট্রেলিয়ায় থাকার বিষয়টি এখনো অনিশ্চিত। তিনি তার ব্যক্তিগত ক্ষমতায় আবারও জোকোভিচের ভিসা বাতিল করতে পারেন।

জকোভিচের ভিসা বাতিলের প্রক্রিয়া চলছে বলে মন্ত্রীর এক মুখপাত্র জানালে, বিশ্ব মিডিয়া আবার নতুন করে চোখ রাখতে শুরু করল অস্ট্রেলিয়ার দিকে।

আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের জন্য নোভাক জোকোভিচকে থাকতে দেওয়া হবে কি না, সে বিষয়ে অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হকের কাছ থেকে একটি সিদ্ধান্ত জানানো হবে বলে আশা করা হয়েছিল।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ বিকেলে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, 'অভিবাসনমন্ত্রী এখনও বিষয়টি বিবেচনা করছেন। আমাদের অবস্থানটি পরিবর্তিত হয়নি।'

এর মধ্যেই বেরিয়ে এসেছে আরেকটি তথ্য। এতে জোকোভিচের ভিসা সংক্রান্ত জটিলতাকে আরও বেড়ে গেছে। তিনি অস্ট্রেলিয়ার ভিসা আবেদনে লিখেছিলেন যে, গত দুই সপ্তাহের মধ্যে তিনি কোথাও ভ্রমণ করেননি। অথচ বড়দিনে জোকোভিচকে সার্বিয়ার বেলগ্রেডের রাস্তায় টেনিস খেলা অবস্থায় ছবিতে দেখা গেছে এবং ৩১ ডিসেম্বর তিনি স্পেনে প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন।

এ বিষয়ে নোভাক জোকোভিচ এক বিবৃতিতে বলেন, 'আবেদনটি আমার পক্ষ থেকে আমার সমর্থন দল জমা দিয়েছিল। আমার এজেন্ট আমার ভ্রমণ সম্পর্কে ভুল বাক্সে টিক দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এটি একটি "মানবিক ত্রুটি" ছিল এবং অবশ্যই ইচ্ছাকৃত নয়।'

অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী কেউ ভিসা নেওয়ার সময় ভুল তথ্য দিলে তার ভিসা বাতিলসহ কয়েক বছরের জন্য তার অস্ট্রেলিয়া ভ্রমণ নিষিদ্ধ হতে পারে।

বিরোধীদলীয় নেতা অ্যান্থনি আলবানিজ ভিসা বিতর্কের জন্য ফেডারেল সরকারকে দায়ী করেছেন। তিনি বলে, 'জোকোভিচকে প্রথমেই অস্ট্রেলিয়া ভ্রমণের অনুমতি দেওয়া উচিত ছিল না। টিকা না দেওয়া লোকদের অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি না দেওয়ার নীতি রয়েছে। ভিসার জন্য আবেদন করার সময় এটি সমাধান করা উচিত ছিল।'

টেনিস তারকা নোভাক জোকোভিচকে অস্ট্রেলিয়া থেকে নির্বাসিত করা যেতে পারে কি না, তা নিয়ে অব্যাহত অনিশ্চয়তার মধ্যে প্রধানমন্ত্রী স্কট মরিসন সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা ব্রনাবিচের সঙ্গে সরাসরি কথা বলেছেন।

সার্বিয়ার প্রধানমন্ত্রী জোকোভিচকে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের দ্বারা ন্যায্য আচরণ করতে বলেছেন এবং তার অধিকারকে সম্মান করার দাবি জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাদের আলোচনাকে 'গঠনমূলক' বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'আমরা এ বিষয়ে যোগাযোগ রাখতে সম্মত হয়েছি।'

আগামী ১৭ জানুয়ারি শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। ইতোপূর্বে ৯ বার চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা অক্ষুণ্ণ রেখেছেন পুরুষ টেনিস জগতের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক