অস্ট্রেলিয়ার পার্লামেন্টে কাল ভাষণ দেবেন জেলেনস্কি

আকিদুল ইসলাম
আকিদুল ইসলাম
30 March 2022, 03:41 AM
UPDATED 30 March 2022, 11:11 AM

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ বুধবার সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফেডারেল সরকারের সংসদ সদস্যরা জেলেনস্কিকে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে জেলেনস্কির ভাষণ দেওয়ার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'আমরা মনে করছি ইউক্রেনের প্রেসিডেন্ট আমাদের কাছে আরও সাহায্য চাইবেন। আমরা ইউক্রেনকে জোরালো সমর্থন দেব,  যেভাবে আমাদের সম্ভব। আমরা তাদের পাশে থাকবো।'

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে মরিসন সরকার মানবিক ও সামরিক সহায়তা এবং পুনর্বাসনে এখন পর্যন্ত প্রায় ১৫৭ মিলিয়ন ডলার প্রদান করেছে।

ফেডারেল সরকার এ বছর এবং আগামী বছর ইউক্রেনীয়দের জন্য ৩ বছরের অস্থায়ী মানবিক ভিসা বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছে।

২৩ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনীয়দের ৫ হাজার অস্থায়ী ভিসা দেওয়া হয়েছে এবং এদের মধ্যে প্রায় ৭৫০ জন ইউক্রেনীয় অস্ট্রেলিয়ায় এসেছেন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক