ইউক্রেনের পথে অস্ট্রেলিয়ার সামরিক যান ‘বুশমাস্টার’

By আকিদুল ইসলাম
8 April 2022, 11:02 AM
UPDATED 8 April 2022, 17:12 PM

অস্ট্রেলিয়ার সাঁজোয়া যান বুশমাস্টারের প্রথম চালান আজ শুক্রবার সি-১৭ গ্লোবমাস্টার বিমানের মাধ্যমে ইউক্রেনে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন।  

ইউক্রেনে যে ২০টি সামরিক যান পাঠানো হবে, তার মধ্যে এটি প্রথম। এসব সামরিক যানের প্রতিটির মূল্য ২ দশমিক ৪৫ মিলিয়ন ডলার।

সাঁজোয়া যানগুলো জলপাই রঙের। সেনাদের শ্রাপনেল, মাইন ও ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস থেকে রক্ষা করার জন্য অতিরিক্ত বর্ম লাগানো আছে এগুলোতে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশেষভাবে এসব যান দেওয়ার অনুরোধ করেছিলেন।

81_n_0.jpg
বুশমাস্টার। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী স্কট মরিসন, প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটনসহ অস্ট্রেলিয়ার ২২৮ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এর জবাব হিসেবেই মূলত অস্ট্রেলিয়া ইউক্রেনে সামরিক সহায়তা আরো বাড়িয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, 'ইউক্রেন আমাদের বন্দুক ও গোলাবারুদ পেয়েছে। আমরা আমাদের কিছু সামরিক সরবরাহ ইউক্রেনের ফ্রন্টলাইনে স্থাপন করতে সক্ষম হয়েছি, যাতে তারা লড়াই চালিয়ে যেতে পারে।'

প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন বলেছেন, 'রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য অস্ট্রেলিয়া ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।'

তিনি সাংবাদিকদের বলেন, 'মানুষকে নিরাপদ রাখতে এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ানদের তাড়ানোর জন্য এই সহায়তা প্রদান করা হবে।'

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক