ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জমির, সাধারণ সম্পাদক কবির
ইউরোপে প্রবাসীদের কল্যাণের পাশাপাশি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বলের লক্ষ্যে বাংলাদেশি সংবাদকর্মীদের নিয়ে ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাব আত্মপ্রকাশ করেছে।
গত ১ জানুয়ারি অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনটি আত্মপ্রকাশ করে।
অ্যাডভোকেট আনিচুজ্জামানের সভাপতিত্বে এবং মিরন নাজমুল ও ফরিদ আহমেদ পাটওয়ারীর যৌথ পরিচালনায় সভায় দৈনিক যুগান্তর'র ইতালি প্রতিনিধি জমির হোসেনকে সভাপতি এবং বাংলা টিভি'র স্পেন প্রতিনিধি কবির আল মাহমুদকে সাধারণ সম্পাদক করে আগামী ২০২২-২৩ সালের জন্য ২২ সদস্যের কমিটি গঠন করা হয়।
এ ছাড়াও, কমিটির উপদেষ্টা হয়েছেন বাংলা কাগজ'র নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ (যুক্তরাজ্য), সহসভাপতি হাবীবুল্লাহ আল বাহার (জার্মানি), মো. আব্দুল্লাহ ইকবাল (ফিনল্যান্ড) ও ওমর ফারুক হিমেল (জার্মানি), যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটওয়ারী (পর্তুগাল) ও ইসমাইল হোসাইন রায়হান (স্পেন)।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফয়সল মাহমুদ (যুক্তরাজ্য), সৈয়দ মুনতাসির রিমন (ফ্রান্স), লায়েবুর রহমান (বার্সেলোনা), আনোয়ার এইচ খান ফাহিম (পর্তুগাল), রাকিব হাসান রাফি (স্লোভেনিয়া), অর্থ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান (পর্তুগাল), তথ্য গবেষণা ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আহমেদ রাজ (পোল্যান্ড)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছে শহীদ আহমেদ প্রিন্স (পর্তুগাল), দপ্তর সম্পাদক মোহাম্মদ মুবিন খান (স্পেন, বার্সেলোনা), ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ (পর্তুগাল, লিসবন), অভিবাসনবিষয়ক সম্পাদক মেহেদী মারুফ (প্যারিস), সদস্য মিরন নাজমুল (স্পেন), আনিচুজ্জামান আনিচ (ইতালি) ও বাবু মিয়া জসিম (অস্ট্রিয়া)।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির হিমু বলেন, 'ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা সবাই বয়সে তরুণ কিন্তু অভিজ্ঞতায় ঋদ্ধ। ইউরোপ বাংলাদেশি কমিউনিটিকে বিশ্বে তথা বাংলাদেশে ইতিবাচকভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাবে।'
'বাংলা কাগজ'র নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ বলেন, 'আবেগবর্জিত ও নিরপেক্ষ দৃষ্টিতে সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের মূল লক্ষ্য হওয়া উচিত।'
অনলাইন সভায় সদ্য প্রয়াত জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ড'র সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের জন্য এক মিনিট নীরবতা পালন ও তার আত্মার মুক্তি কামনা করা হয়।