জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে বদরুল-মঈনুল প্যানেল জয়ী

By মাহফুজ আদনান
7 June 2022, 11:51 AM

যুক্তরাষ্ট্রে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে বদরুল-মইনুল প্যানেল বিজয়ী হয়েছে। বদরুল এইচ খান ২ হাজার ৬৬৭ ভোট পেয়ে সভাপতি এবং মঈনুল ইসলাম ২ হাজার ৩৫৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদুল হক ছানু ৯৮০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী সাইকুল ইসলাম ১ হাজার ২১৪ ভোট পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার নিউইয়র্ক, নিউজার্সি ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে স্থাপিত ৫ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মোট ১১ হাজার ভোটারের মধ্যে মাত্র ৩ হাজার ৭১৫ জন ভোটদান করেন।

ভোট গণনা শেষে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় স্থাপিত কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের সদস্য মিনহাজ আহমেদ সাম্মু, আহমেদ এ হাকিম, মোশারফ আলম এবং সাব্বির হোসেন, প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী এবং তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। 

২ হাজার ৫৮৯ ভোট পেয়ে লোকমান হোসেন সহ-সভাপতি, ৭০২ ভোট পেয়ে মোহাম্মদ আলিম কোষাধ্যক্ষ এবং ২ হাজার ৪৭১ ভোট পেয়ে ইফজাল চৌধুরী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৯ সদস্যের কার্যকরী পরিষদের অপর কর্মকর্তারা বদরুল-মইনুল প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ শাহীন কামালী (সুনামগঞ্জ), শফিউদ্দিন তালুকদার (হবিগঞ্জ), বশির খান (মৌলভীবাজার), সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হোসেন আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়ছল আলম, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক সম্পাদক বোরহানউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, মহিলা সম্পাদক সুতিপা চৌধুরী এবং নির্বাহী সম্পাদক হয়েছেন হেলিমউদ্দিন, শামীম আহমেদ, দেলোয়ার হোসেন মানিক ও মিজানুর রহমান।

ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি বদরুল খান ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অঙ্গীকার অনুযায়ী তারা ১০০ দিনের মধ্যে নিউইয়র্ক সিটিতে 'জালালাবাদ ভবন' প্রতিষ্ঠা করবেন। 

জালালাবাদবাসীর প্রত্যাশা পূরণে তারা সবার আন্তরিক সহায়তা ও দোয়া কামনা করেন।

নির্বচনকে ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক তৎপরতা ছিল এ দুই প্যানেলের প্রার্থীদের। নির্বাচনী আমেজ ছিল চোখে পড়ার মতো। প্রবাসের এই বৃহৎ আঞ্চলিক সংগঠনকে সফল করতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, আজীবন সদস্য, নির্বাচন পর্যবেক্ষক ও ট্রাস্টি সদস্যরা তৎপর ছিলেন।  

মাহফুজ আদনান: নিউইয়র্কপ্রবাসী সাংবাদিক, লেখক