জেদ্দায় প্রথম ফ্লাইটের বাংলাদেশি হজযাত্রীদের ফুলেল অভ্যর্থনা

By স্টার অনলাইন ডেস্ক
6 June 2022, 16:19 PM

বাংলাদেশি হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। রোববার স্থানীয় সময় দুপুরে ৪১০ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরেরে পৌঁছে। এসময় বিমানবন্দরে হজ টার্মিনালে সৌদি ও বাংলাদেশের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এর আগে রোববার সকালে জেদ্দার উদ্দেশে ঢাকা হযরত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী তাদের আনুষ্ঠানিক বিদায় জানিয়েছিল।

বিমানবন্দরে সৌদি সরকারের পক্ষে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার প্রফেসর আব্দুল ফাত্তাহ মাশহাত, ডেপুটি মিনিস্টার আব্দুল আজিজ ওয়াজ্জান, সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এর প্রেসিডেন্ট আবদুল আজির বিন আবদুল্লাহ আল দুয়াইলিজ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, হজ ও ওমরাহর জেদ্দা অঞ্চলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আল গান্নাম, কিং আবদুল আজিজ বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান আবুবা, বিমানবন্দরের মহাপরিচালক ও হজ টার্মিনালের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

first_flight_of_bangladeshi_pilgrims_to_saudi_arabia._3.jpg
জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইটের বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

অন্যদিকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিমানবন্দরে হজ যাত্রীদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, রিয়াদের বাংলাদেশ দূতাবাস, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন। বাংলাদেশি হজ যাত্রীরা বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

ছবির ক্যাপসন

১/২ জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরেরে হজযাত্রীদের অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারী। ছবি: সংগৃহীত

৩/৪ জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে বাংলাদেশ বিামনের প্রথম হজ ফ্লাইটের বাংলাদেশিরা। ছবি : সংগৃহীত