জোকোভিচের অস্ট্রেলিয়ার ভিসা আবারও বাতিলের প্রক্রিয়া চলছে

আকিদুল ইসলাম
আকিদুল ইসলাম
11 January 2022, 04:56 AM

প্রায় ১ সপ্তাহ ধরে অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মূলধারার মিডিয়ার প্রধান শিরোনাম জুড়ে আছেন নোভাক জোকোভিচ। গতকাল সোমবার মেলবোর্নের উচ্চ আদালতের ঐতিহাসিক রায়ে জোকোভিচ বাতিল হওয়া ভিসা ফেরত পেলেও অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা এখনও অনিশ্চিত।

বিশ্বসেরা এই টেনিস তারকার অস্ট্রেলিয়ার ভিসা বাতিলকে কেন্দ্র করে ঘটে চলেছে একের পর এক নাটকীয় ঘটনা। তার এবারের 'রোমাঞ্চকর অস্ট্রেলিয়া ভ্রমণ' গল্পটি যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। গতকাল বিচারক জোকোভিচের ভিসা বাতিলকে অযৌক্তিক আখ্যা দিয়ে রায় ঘোষণার ৩০ মিনিটের মধ্যে তার ভিসা ফেরত দেওয়ার নির্দেশ দেন অস্ট্রেলিয়া সরকারকে।

serbia.jpg
সার্বিয়ানদের উল্লাস। ছবি: সংগৃহীত

তাৎক্ষণিকভাবে অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক বলেছেন যে, তিনি এখনও নোভাক জোকোভিচের ভিসা দ্বিতীয়বার বাতিল করবেন কি না তা বিবেচনা করছেন।

তিনি বলেছেন, 'আদালত ভিসা প্রত্যাহারের বিরুদ্ধে টেনিস তারকার আপিলকে সমর্থন করলেও আবার জোকোভিচের ভিসা বাতিলের ব্যক্তিগত ক্ষমতা আমার আছে। অস্ট্রেলিয়ায় তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।'

তার একজন মুখপাত্র বিবৃতির মাধ্যমে মিডিয়াকে জানিয়েছেন, অভিবাসনমন্ত্রী বর্তমানে বিষয়টি বিবেচনা করছেন এবং এর প্রক্রিয়া চলমান রয়েছে।

অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনার বিবিসিকে বলেছেন, 'এই সিদ্ধান্ত তাকে বহিষ্কার করার পক্ষে হবে। কারণ তিনি টিকাপ্রাপ্ত ছিলেন না এবং তিনি ২ সপ্তাহের কোয়ারেন্টিন থেকে অব্যাহতি চেয়েছিলেন। অস্ট্রেলিয়ানদের ৯৪ শতাংশ ২ ডোজ টিকাপ্রাপ্ত। তাই তারা এমন মানুষদের প্রতি খুব বেশি সহানুভূতিশীল হবেন না যারা অ্যান্টি-ভ্যাক্সার এবং যারা বিশেষ সুবিধা চান।'

serbia.jpg
মেলবোর্নে রায়ের পর সমর্থকদের উল্লাস। ছবি: সংগৃহীত

আদালতের রায়ের পর 'সার্বিয়ার আইকনের' সমর্থনে শত শত সার্বিয়ান মেলবোর্নের রাস্তায় নেমে আসেন। পুলিশের সঙ্গে তাদের কিছুটা সংঘর্ষও হয়।

জনতার আক্রমণাত্মক আচরণের কারণে পুলিশ স্প্রে ছুঁড়তে বাধ্য হয়। পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, একজন পুরুষ লিডিং সিনিয়র কনস্টেবল এবং একজন নারী কনস্টেবল সামান্য আঘাত পেয়েছেন। ২৭ বছর বয়সী একজনকে 'দাঙ্গা পদ্ধতিতে' পুলিশের ওপর আক্রমণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

জোকোভিচের পরিবার 'তার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়'কে স্বাগত জানিয়েছে।

আইনজীবী জাস্টিন কুইল বলেন, 'বিচারকের রায় এড়িয়ে পুনরায় ভিসা বাতিলের সিদ্ধান্ত কৌশলগত হতে পারে। তবে এই সিদ্ধান্ত সরকারের জন্য আরও খারাপ হতে পারে।'

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক