নিউইয়র্কে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ১ বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গুলিবিদ্ধ হয়ে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সকালে ব্রুকলিনে নিজ বাড়ির সামনেই তাকে গুলি করা হয়।
নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, নিহত মোদাসসার খন্দকার তার হোন্ডা সিআরভি গাড়ি থেকে নামার পরপরই এক অজ্ঞাত বন্দুকধারী তার মাথায় গুলি করে।
সিবিএস নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়, সাইপ্রেস হিলস সেকশনের গ্লেনমোর অ্যাভিনিউর কাছে ফোরবেল স্ট্রিটে মোদাসসারের নিজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা গুলিবিদ্ধ অবস্থায় তাকে ফুটপাত থেকে উদ্ধার করেন। সে সময় তিনি অচেতন ছিলেন।
সেখান থেকে মোদাসসারকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই স্ট্রিটের এক বাসিন্দা এবিসি সেভেন নিউইয়র্ক টিভিকে বলেন যে নিহত ব্যক্তি বাংলাদেশি এবং তার স্ত্রী ও ছেলে আছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে তদন্ত চলছে বলে এনওয়াইপিডি জানিয়েছে।
ওই এলাকার একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট খায়রুল ইসলাম খোকন সাংবাদিকদের বলেন, গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে থাকতে পারে।