নিউইয়র্কে মুক্তধারার ৪ দিনব্যাপী বইমেলা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলছে ৪ দিনব্যাপী বইমেলা। মেলায় যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বাংলা ভাষাভাষী লেখক-সাহিত্যিক ও প্রকাশকরা।
নিউইয়র্ক সময় গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে রোববার পর্যন্ত।
'বই হোক বিশ্ব বাঙালির মিলন সেতু'—এই স্লোগান নিয়ে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে ৩১তম বইমেলার উদ্বোধন করেন ভারতের পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক অমর মিত্র।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. নূরান নবী, ছড়াকার লুৎফর রহমান রিটন, আসাদ মান্নান, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, লায়লা হাসান, নাজমুন নেসা পিয়ারী, মুহম্মদ ফজলুর রহমান, হাসান ফেরদৌস, আহমাদ মাযহার, রোকেয়া হায়দার, সউদ চৌধুরী, জসিম মল্লিক, আনিসুজ্জামান, শাহাব আহমেদ, হুমায়ূন কবীর ঢালী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভূঁইয়া এবং শুভেচ্ছা বক্তব্য দেন কথাসাহিত্যিক অমর মিত্র, নিউইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান ও মেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস সাজেদীন।
বইমেলায় দেওয়া হয়েছে মুক্তধারা সম্মাননা। এ বছর সম্মাননা পেয়েছেন ড. নজরুল ইসলাম ও সৈয়দ জাকি হোসেন।
স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ মুখরিত থাকে। প্রতিদিনই থাকছে সাহিত্যের অনুষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুক্তধারা নিউইয়র্ক, ঘুংঘুরসহ ২৩টি প্রকাশনা সংস্থার স্টল রয়েছে এবারের বইমেলায়।