নিউইয়র্কে ৩১তম বইমেলা ২৮ জুলাই

By স্টার অনলাইন রিপোর্ট
14 July 2022, 04:47 AM
UPDATED 14 July 2022, 11:13 AM

নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আট সেন্টারে আগামী ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে ৩১তম বাংলা বইমেলা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লেখক-সাহিত্যিকেরা যাবেন কোভিড-উত্তর এই বইমেলায়।

বাংলাদেশ থেকে মুহম্মদ নূরুল হুদা, আসাদ মান্নান, হুমায়ূন কবীর ঢালী, মোহাম্মদ রিশাদ হুদা ও সৈয়দ আল ফারুক এই বইমেলায় যোগ দেবেন। কলকাতা থেকে যাবেন অমর মিত্র।

বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভুঁইয়া জানান, এবারের বইমেলায় ইংল্যান্ড থেকে শাহাদুজ্জামান যাবেন। একইসঙ্গে ছড়াকার লুৎফর রহমান রিটন, বিরূপাক্ষ পাল, টরন্টো থেকে জসিম মল্লিক, সুইডেন থেকে দেলওয়ার হোসেন, লস অ্যাঞ্জেলেস থেকে আনিসুজ জামান ও চিন্ময় রায় চৌধুরী, হিউস্টন থেকে সফিক আহমেদ, ফ্লোরিডা থেকে শাহাব আহমেদ, ডালাস থেকে ফরহাদ হোসেন, অস্টিন থেকে বিমল সরকার, ওয়াশিংটন থেকে আবদুন নূর ও লায়লা হাসান, ন্যাশভিল থেকে ডা. হুমায়ূন কবীরসহ আরও অসংখ্য কবি-লেখক-সাহিত্যিক যোগ দেবেন এই বইমেলায়।

এ ছাড়াও, বইমেলায় প্রকাশনা সংস্থা অনন্যার স্বত্বাধিকারী মনিরুল হক, কথাপ্রকাশের জসিম উদ্দিন, নালন্দার রেদওয়ানুর রহমান, ইত্যাদি প্রকাশনার জহীরুল আবেদীন জুয়েল, অঙ্কুর প্রকাশনীর মেসবাহউদ্দীন আহমেদ, আকাশ প্রকাশনার আলমগীর শিকদার লোটন, কবি প্রকাশনীর সজল আহমেদ যোগ দেবেন। বাংলাদেশ থেকে আরও যোগ দেবে স্বদেশ শৈলী, অ্যাডর্ন পাবলিকেশন্স, প্রথমা প্রকাশন ও কাকলী প্রকাশনী।