নিউ সাউথ ওয়েলসে একদিনে শনাক্ত ১১,২০০, ভালো আছেন বাংলাদেশিরা
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে একদিনে প্রায় দ্বিগুণ সংক্রমণের খবর পাওয়া গেছে। ফলে, রাজ্যটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে, গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে ভর্তি আছেন ৬২৫ জন। এর মধ্যে নিবিড় পরিচর্যা ইউনিটে আছেন ৬১ জন। রাজ্যের ১৬ বছরের বেশি বয়সীদের মধ্যে ৯৩ দশমিক ৫ শতাংশেরও বেশি ২ ডোগ টিকা নিয়েছেন।
নিউ সাউথ ওয়েলসে নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে। ফলে, পরীক্ষা কেন্দ্রগুলোকে তাদের ক্ষমতার বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। আগে সাধারণত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার ফল পাওয়া গেলেও বর্তমানে ৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১ লাখ ৫৭ হাজার ৭৫৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।
হঠাৎ সংক্রমণ বাড়ায় পরীক্ষাকেন্দ্রগুলোতে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যে সিডনির একটি পরীক্ষাকেন্দ্র ৯৫০ জনের নমুনা পরীক্ষার পর ৪৮৬ জনকে ভুল ম্যাসেজ পাঠিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।
স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, আগামী ১ সপ্তাহের মধ্যে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংক্রমণ একটি 'মাইল ফলক' স্পর্শ করতে পারে।
রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেরি চ্যান্ট বলেছেন, আজ বুধবার শনাক্ত হওয়া ১১ হাজার ২০১ জন মহামারির পুরো চিত্রের প্রতিনিধিত্ব করে না। কারণ, গণনার অন্তর্ভুক্ত কিছু নমুনা কয়েক দিন আগে পরীক্ষা করা হয়েছিল।
করোনায় আক্রান্ত প্রায় ২৫ জন বাংলাদেশির কেউই হাসপাতালে ভর্তি নেই। এরা সবাই নিজ বাসায় আইসোলেশনে আছেন।
কমিউনিটির বিভিন্ন সূত্র জানিয়েছে, তাদের কেউ স্বাস্থ্য ঝুঁকিতে নেই।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক