ভারতের প্রধানমন্ত্রীর জন্য খিচুড়ি রান্না করে আলোচনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন তার ইনস্টাগ্রামে ভারতের সঙ্গে নতুন অন্তর্বর্তী মুক্তবাণিজ্য চুক্তি উদযাপন উপলক্ষে কয়েকটি ছবি পোস্ট করে ব্যাপক আলোচিত হয়েছেন।
স্কট মরিসন ভারত-অস্ট্রেলিয়া এফটিএ উদযাপন করতে খিচুড়িসহ নরেন্দ্র মোদির এলাকা গুজরাটি খাবার রান্না করেছেন।
ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং অস্ট্রেলিয়া মূলধারার গণমাধ্যমে শিরোনাম হয়।
মরিসন অ্যাপ্রোন পরে রান্নাঘরে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ভারতের সঙ্গে আমাদের নতুন বাণিজ্য চুক্তি উদযাপনে আমি আজ রাতে রান্নার জন্য যে তরকারি বেছে নিয়েছি সেগুলো সবই আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট প্রদেশের। এর সঙ্গে রয়েছে তার প্রিয় খিচুড়ি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, খাবারগুলো তার স্ত্রী জেন, মেয়েরা ও তার মা সবাই অনুমোদন করেছেন।
চলতি মাসের ২ তারিখ অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তি সই করে। তা ছিল অস্ট্রেলিয়া-ভারত অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি, যা ভারতে অস্ট্রেলিয়ার রপ্তানিকে সহজলভ্য করবে এবং শ্রমিক ও ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করবে।
এই চুক্তির অধীনে ১০ বছরে ভারতে অস্ট্রেলীয় পণ্য রপ্তানিতে ৮৫ শতাংশেরও বেশি শুল্ক বাদ দেওয়া হবে। এর মূল্য হবে বছরে ১২ দশমিক ৬ বিলিয়ন।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক