মদিনা বিশ্ববিদ্যালয়ের ‘মাহেরজান’ সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ
সৌদি আরবের ঐতিহ্যবাহী মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 'মাহেরজান' সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা।
এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৭০টির বেশি দেশের শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী ৪০০ জনের বেশি।
গত বুধবার 'একই ছাদের তলায় বিশ্ব' স্লোগানে নিয়ে শুরু হওয়া এই উৎসবের দশম আসর উদ্বোধন করেন মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন খালিদ আল ফয়সাল। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
৯ দিনব্যাপী উৎসবে অংশগ্রহণ করা বাংলাদেশসহ ৮০টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি, সামাজিক ঐতিহ্য, লোকশিল্প, দেশীয় পোশাক ও খাবার প্রদর্শনের আয়োজন করেন। আগামী ২৬ মে প্রদর্শনীর সমাপনী দিনে স্টল ও অন্যান্য আয়োজনের ওপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হবে।
মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও পোশাক দিয়ে বর্ণিল সাজে সাজিয়েছেন বাংলাদেশ স্টল। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ স্টল পরিদর্শন ও বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হকও উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, 'এ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। পাশাপাশি সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।'
জাবেদ পাটোয়ারী আরও বলেন, 'সম্প্রতি সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা, বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রদের বৃত্তি বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত আছে।'
মদিনার ডেপুটি গভর্নর বাংলাদেশ স্টল পরিদর্শনকালে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তার হাতে বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'র আরবি অনুবাদ তুলে দেন। পরে ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন খালিদ আল ফয়সাল রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন।