মালদ্বীপে পাকিস্তানি সহকর্মীর হাতে বাংলাদেশি যুবক খুন
মালদ্বীপে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছেন তার পাকিস্তানি সহকর্মী।
নিহত মো. শাহিন (২৯) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে। তিনি মালদ্বীপের হুলেমালেতে একটি রেস্তোরাঁয় কাজ করতেন।
প্রবাসী বাংলাদেশিরা জানান, স্থানীয় সময় গতকাল শনিবার হুলেমালের খানজি রেস্টুরেন্টে ইফতার তৈরির সময় শাহিনের সঙ্গে পাকিস্তানি শেফ আবিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন আবিদ। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পাকিস্তানি শেফ আবিদ পালিয়ে গেলেও মালদ্বীপ পুলিশ দ্রুততম সময়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনার প্রতিবাদে মালদ্বীপের হুলেমালে প্রবাসী বাংলাদেশিরা মিছিল বের করলে সেই মিছিল থেকে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসীদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এই ঘটনার জন্য মালদ্বীপে পাকিস্তান হাইকমিশনার অফিস থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।