মালয়েশিয়ায় অনলাইন জুয়ার আসর থেকে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

By স্টার অনলাইন ডেস্ক
4 February 2022, 18:58 PM
UPDATED 5 February 2022, 01:11 AM

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালানোর সময় ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো। বাংলাদেশি জুয়াড়িদের লক্ষ্য করে জয়ার আয়োজন হতো এখান থেকে।

ফ্রি মালয়েশিয়া টুডে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিচালক আবদ জলিল হাসান গতকাল এ খবর জানিয়েছিলেন। পরদিনই জালান ক্লাং লামার অ্যাপার্টমেন্ট এই অভিযান চালানো হলো। 

অভিযান চলাকালে সিটি সিআইডি প্রধান হাবিবি মাজিনজি সাংবাদিকদের বলেন, 'এই জুয়ার আসর থেকে জুয়ারিদের কাছ থেকে প্রতিদিন প্রায় ২ লাখ বাংলাদেশি টাকা আয় হতো।'

'আমরা ৫ জন বাংলাদেশিকে আটক করেছি এবং বেশ কিছু কম্পিউটার ও হ্যান্ডফোন জব্দ করেছি,' বলেন তিনি।