রাজনৈতিক কারণে জোকোভিচের ভিসা বাতিল, অস্ট্রেলিয়ান গণমাধ্যমের অভিমত
গতকাল অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা দ্বিতীয়বারের মতো বাতিলের পরপরই দেশটির গণমাধ্যম সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার অন্যতম সংবাদপত্র 'সিডনি মর্নিং হেরাল্ড' তাৎক্ষণিকভাবে তাদের অনলাইন ভার্সনে একটি উপসম্পাদকীয় প্রকাশ করেছে। যা নিয়ে রীতিমত আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রখ্যাত রাজনৈতিক কলাম লেখক ডেভিড ক্রো লিখেছেন, রাজনীতিও টেনিস খেলার মতোই, এখানে সবাই উচ্চ স্কোর রাখতে চান। নোভাক জোকোভিচ রাজনৈতিক খেলায় একটি ম্যাচ হেরেছেন।
ওই উপসম্পাদকীয়তে তিনি আরও লিখেছেন, সরকার দেখতে পাচ্ছে যে- অস্ট্রেলিয়ানরা জোকোভিচকে ছাড় দেওয়ার মেজাজে নেই। কারণ গোটা জাতি এত দিন ধরে কঠোর নিয়ম মেনে চলছে। এমনকি যখন দেশের নিজস্ব নাগরিকদের জন্য সীমান্ত পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মরিসন সরকার একজন টেনিস খেলোয়াড়কে বিশেষ ছাড় দিয়ে জনগণের বিপক্ষে যেতে চায়নি।
এবিসি নিউজ শিরোনাম করেছে- জোকোভিচ অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ রাজনীতির শিকার।
নিউজ নাইন বিরোধীদল লেবার পার্টির ছায়া কোষাধ্যক্ষ জিম চালমারসের একটি সাক্ষাৎকার ছেপেছে। সেখানে বিরোধী দলীয় এই নেতা বলেছেন, যখন স্কট মরিসন দেখেছেন যে, এখানে একটি রাজনৈতিক সুবিধা আছে- তখন তিনি এটিকে কাজে লাগিয়েছেন।
অস্ট্রেলিয়ার অধিকাংশ গণমাধ্যমের বক্তব্য প্রায় একই রকম। সবাই এটাই বলার চেষ্টা করছে যে, আর মাত্র কয়েক মাস পরেই অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন। মহামারি মোকাবিলায় ব্যর্থ মরিসন সরকার খুব একটা ভালো অবস্থানে নেই।
এছাড়া, ওমিক্রন তরঙ্গ নিয়ে সমগ্র জাতি উদ্বিগ্ন, পি সি আর পরীক্ষা এখন অসম্ভব হয়ে পড়েছে, দ্রুত অ্যান্টিজেন পরীক্ষার জন্য অনুসন্ধান করছে হাজার হাজার মানুষ, হাসপাতালে চাপ, জরুরি নম্বরে ফোন করলেও সাড়া পেতে অপেক্ষায় থাকতে হয়, হাসপাতালে চিকিৎসক, নার্সের সংকট, সুপারমার্কেটে খাদ্য সরবরাহ একেবারে কমে গেছে। ফলে মরিসন সরকার প্রচণ্ড চাপের মধ্যে আছে।
সম্ভবত আগামী নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী এবং অভিবাসনমন্ত্রী একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, যা অস্ট্রেলিয়ানদের অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিলো। অস্ট্রেলিয়ার রাজনীতিতে এবং ফেডারেল সরকারে অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক প্রধানমন্ত্রী স্কট মরিসনের খুব ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক