লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশন ও ব্রিকলেনে বাংলায় লেখা সাইনবোর্ড
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বাঙালি সম্প্রদায়ের গুরুত্ব ও অবদান স্বীকার এবং একইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে হোয়াইটচ্যাপেল রেলস্টেশনে বাংলা ভাষায় লেখা নির্দেশক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
ইংরেজি ও বাংলা উভয় ভাষায় লেখা সাইনবোর্ডগুলো লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে স্থাপিত হয়েছে। এই সাইনবোর্ডগুলো রেলস্টেশনের বাইরে এবং ভেতরের পুরো অংশ জুড়ে স্থাপন করা হয়েছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও পূর্ব লন্ডনের বাঙালি সম্প্রদায়ের যৌথ প্রচারণায় এই উদ্যোগটি বাস্তব রূপ পেয়েছে।
সাইনবোর্ডগুলো স্থাপনের পর কাউন্সিল জানায়, যুক্তরাজ্যে সবচেয়ে বড় বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পেরে টাওয়ার হ্যামলেটস গর্বিত।
উল্লেখ্য, পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী এলাকা ব্রিকলেনসহ অন্যান্য জায়গায় যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন।
হোয়াইটচ্যাপেল একটি সমৃদ্ধ স্টেশন। এটি সাংস্কৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন, যেখানে একই সঙ্গে মাটির নিচে ও ওপর দিয়ে ট্রেন চলাচল করে।
এর মেরামতের কাজ শেষ হওয়ার পর ব্রিকলেন আর্চকে বাংলাটাউন গেট হিসেবে পুনঃস্থাপন করেছে কাউন্সিল।