লেবাননে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক বাংলাদেশি

By বাবু সাহা, বৈরুত, লেবানন
28 March 2022, 06:28 AM

লেবাননে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি। দেশটির জলসীমায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিলে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ মেডিকেল টিম এই সেবা প্রদান করে।

গতকাল রোববার রাজধানী বৈরুতের আল ক্লাসিকো স্টেডিয়ামে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, বানৌজা সংগ্রামের ক্যাপ্টেন এম জাহিদ হোসেন এবং দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসা সেবা নিতে আসা বাংলাদেশিরা দূতাবাস ও বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিমের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লেবাননের স্বাস্থ্যখাতে চলমান সংকটময় মুহূর্তে এই চিকিৎসা সেবা আমাদের জন্য খুবই উপকারী।