সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ বিকৃত করেছে দুর্বৃত্তরা

আকিদুল ইসলাম
আকিদুল ইসলাম
5 February 2022, 07:07 AM
UPDATED 5 February 2022, 13:09 PM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে অস্ট্রেলিয়ার সিডনিতে নির্মিত স্মৃতিসৌধটি সাদা রঙ দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। গত ১ ফেব্রুয়ারির এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

মাতৃভাষা স্মৃতিসৌধের এই অবমাননাকে কাপুরুষের কাজ অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেছেন সিটি কাউন্সিলের মেয়র খাল আশফোর। তিনি জানান, স্মৃতিসৌধটি আগের জায়গায় ফিরিয়ে নিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

ক্যান্টারব্যারি ব্যাংকসটাউন কাউন্সিলের সদ্য নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর সাজেদা আক্তার বলেন, এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। বিদেশের মাটিতে বাংলাদেশ একটি স্মৃতিসৌধের এমন অবমাননা দুঃখজনক।

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন বলেন, যদিও আমি এবং আমার সংগঠন নকশা পরিবর্তন করে সৌধটি নির্মাণের নিন্দা জানিয়েছিলাম। কিন্তু, এটি বিকৃত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং জড়িতদের শাস্তি দাবি করছি।

২০২১ সালের ২১ ফেব্রুয়ারি সিডনির বেলমোর পীল পার্কে উদ্বোধন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ। সিডনিপ্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এবং সিডনির ক্যান্টারব্যারি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়।

স্মৃতি সৌধটি নির্মাণে ২০১৯ সালের ১৩ অক্টোবর সিডনির প্রায় সব বাংলাদেশি সংগঠনের নেতাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে সংগ্রহ করা হয় প্রায় ৩৫ হাজার ডলার।

তবে, এটি উদ্বোধনের সময় কমিউনিটিতে বিতর্ক দেখা দিয়েছিল। ফান্ড রেইজিং অনুষ্ঠানে যে নকশা সবাইকে দেখানো হয়েছিল কাউকে না জানিয়ে তা পরিবর্তন করা হয়। তখন সিডনির প্রায় ৪৫টি সংগঠন নতুন ডিজাইনের নিন্দা জানিয়ে মত বিনিময় সভা করেছিল। তাদের বক্তব্য ছিল, বর্তমান নকশাটি বাংলা ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে কোনভাবেই সম্পর্কিত নয়।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক