সৌদি আরবের পতাকা অবমাননার অভিযোগে ৪ প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার

By স্টার অনলাইন ডেস্ক
27 January 2022, 18:13 PM
UPDATED 28 January 2022, 00:18 AM

সৌদি আরবের জাতীয় পতাকার অবমানকারী সন্দেহে জেদ্দা থেকে চার জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

সৌদি আরবে জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক অবমাননা দণ্ডনীয় অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও ৩ হাজার রিয়াল জরিমানার বিধান আছে।

সৌদি আরবের পতাকার মর্যাদা রক্ষার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বার্তা সংস্থা এসপিএকে স্থানীয় পুলিশের একজন মুখপাত্র বলেন, যিনি এটা লঙ্ঘন করবেন তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আবর্জনার ভেতর থেকে একজন একটি পতাকা উদ্ধার করছেন। তিনি পতাকাটি পরিষ্কার করে ভাঁজ করে রাখেন। এই ভিডিও প্রকাশ হওয়ার পরই চার জনকে পুলিশ গ্রেপ্তার করে।

তবে, যিনি আবর্জনা থেকে পতাকাটি উদ্ধার করেন এবং গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।