‘স্পেনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও দৃঢ় হচ্ছে’

By কবির আল মাহমুদ
30 March 2022, 08:44 AM

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খাবিয়ের সালিদো ওরটিজ বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্পেনের সম্পর্ক দীর্ঘদিনের, বর্তমানে সেই সুসম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।

গত সোমবার রাজধানী মাদ্রিদের হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দূতাবাস  আয়োজিত কূটনীতিকদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্প্যানিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশি কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ অতিথিদের অভ্যর্থনা জানান।
 
স্পেনে বসবাসরত বাংলাদেশিদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক খাবিয়ের সালিদো ওরটিজ বাংলাদেশের উন্নয়নেরও প্রশংসা করেন। বিশেষ করে বৈদেশিক বাজারে গার্মেন্টস পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন।

সেই সঙ্গে ভবিষ্যৎ প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অর্থনীতিতে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (লেবার উইং) মো. মোতাসিমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও স্পেনের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালককে নিয়ে  স্বাধীনতা দিবসের কেক কাটেন রাষ্ট্রদূত।

স্পেন থেকে কবির আল মাহমুদ