হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে অস্ট্রেলিয়া, চীনের আপত্তি

By আকিদুল ইসলাম
6 April 2022, 10:43 AM

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ বুধবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার জন্য হাইপারসনিক মিসাইল তৈরির কাজে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে যোগ দেবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া যে হাইপারসনিক মিসাইল তৈরি করতে যাচ্ছে, তার গতি শব্দের চেয়ে ৫ গুণ বেশি। অর্থাৎ ঘণ্টায় ৬ হাজার কিলোমিটার যেতে সক্ষম এটি।

প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক দৃঢ়তা নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।  

৩টি দেশ আজ ঘোষণা করেছে, এ ইউ কে ইউ এস নিরাপত্তা জোটের মাধ্যমে উন্নত অস্ত্র তৈরি করতে তারা একসঙ্গে কাজ করবে। গত বছরের সেপ্টেম্বরে দেশ ৩টি ইন্দো-প্যাসিফিক জোট গঠন করেছিল।

নেতারা যৌথ বিবৃতিতে বলেন, তারা আজ হাইপারসনিক, কাউন্টার-হাইপারসনিক এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতার বিষয়ে নতুন ত্রিপক্ষীয় সহযোগিতা শুরু করেছেন। সেইসঙ্গে তারা তথ্য আদান-প্রদানের প্রসার এবং প্রতিরক্ষা উদ্ভাবনের সহযোগিতাকে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন অনেক আগেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু করেছে।

গত বছরের শেষের দিকে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনার সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন হয়ে উঠেন। তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির অস্ত্র প্রস্তুতকারকদেরকে আরও উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করার আহ্বান জানান।

এদিকে অস্ট্রেলিয়ার এমন পদক্ষেপে আপত্তি জানিয়েছে চীন। জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ঝাং জু বলেছেন, 'এটি সংঘাত বাড়াতে পারে এবং বিশ্ব অস্তিত্বের জন্য হুমকি।'

 

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক