২১তম টোকিও বৈশাখী মেলা উদযাপিত
জাপানের টোকিওতে আজ ৮ মে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবার ছিল ২১তম আয়োজন।
চলতি বছর পবিত্র রমজান মাসে বাংলা নববর্ষ হওয়ায় ২৪ দিন পর আজ এই আয়োজন করেন আয়োজকরা।
করোনা মহামারির কারণে গত ২ বছর টোকিওতে বৈশাখী মেলা আয়োজন করা সম্ভব হয়নি। ফলে, বৈশাখী মেলাকে ঘিরে জাপান প্রবাসীরা উচ্ছ্বসিত ছিলেন।
এ বছর টোকিওর ইকেবুকুরো নিশিগুচি পার্কে মেলার আয়োজন করা হয়। যদিও গ্রীষ্মকালীন টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক-২০২০ উপলক্ষে ২০১৯ সালে এখানে মেলার আয়োজন করতে পারেননি আয়োজকরা। সেবার ভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। অল্প সময়ের এই আয়োজনে প্রবাসীদের উপচে পড়া ভিড় ছিল। তবে, করোনার কারণে এ বছর বাংলাদেশ থেকে কোনো শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়নি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'এসো হে বৈশাখ' গান পরিবেশনার মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। এরপর উন্মুক্ত অনুষ্ঠান, জাপানি অনুষ্ঠান, ভিআইপি অতিথিদের অভ্যর্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হয়।
এবছর মেলার পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ দূতাবাস, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তোশিমা সিটি।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত শাবুদ্দিন আহামেদ। বিশেষ অতিথি ছিলেন তোশিমা সিটি মেয়র ইয়ুকিও তাকানো, ডেপুটি মেয়র মিয়ুকি তাকাগিয়া এবং আয়োজক সংগঠন জেবিএস চেয়ারম্যান ওসামু ওৎসুবো।
rahmanmoni@gmail.com