২৪ ঘণ্টায় নিউ সাউথ ওয়েলসে শনাক্ত প্রায় ১ লাখ, রাজ্য জুড়ে আতঙ্ক
অস্ট্রেলিয়ার ৮টি রাজ্যের মধ্যে সবচেয়ে ঘনবসতি নিউ সাউথ ওয়েলসে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনা শনাক্ত হয়েছে ৯২ হাজার ২৬৪ জনের।
গতকাল এই রাজ্যে শনাক্তের সংখ্যা ছিল ৩৪ হাজার ৭৫৯। একদিনের মধ্যে শনাক্ত সংখ্যা ৫৭ হাজার ৫০৫ বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ার মহামারির ইতিহাসে নিউ সাউথ ওয়েলস রাজ্যের জন্য আজ সব থেকে ভয়াবহ দিন।
গতকাল বুধবার রাজ্য সরকার ঘোষণা দিয়েছে, 'র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পরও যদি কোনো নাগরিক দ্রুত সরকারকে তা অবহিত না করেন তাহলে তাকে ১ হাজার ডলার জরিমানা গুনতে হবে।'
মূলত এই ঘোষণার পরেই শনাক্তের সংখ্যা আকাশচুম্বী হয়েছে।
এই প্রথমবারের মতো পরিসংখ্যানে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল অন্তর্ভুক্ত রয়েছে। জরিমানা ঘোষণার পরপরই ৬১ হাজার ৩৮৭ জন অ্যান্টিজেন পরীক্ষার পজিটিভ ফলাফল নিউ সাউথ ওয়েলস রাজ্যের অ্যাপ অথবা ওয়েবসাইটে আপলোড করেছেন।
১ হাজার ডলার জরিমানা বিষয়ে প্রযুক্তিমন্ত্রী ভিক্টর ডোমিনেলো স্বীকার করেছেন, 'এটি খুঁজে বের করা পুলিশের জন্য প্রায় অসম্ভব হবে। তবে আমরা শুধু সবার কাছে এই বার্তা দিতে চাই যে এটি সত্যিই গুরুত্বপূর্ণ।'
ফেডারেল সরকারের নির্দেশে ইতোমধ্যে বিপুল সংখ্যক সংক্রমণ শনাক্তকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যান্টিজেন পরীক্ষার সুযোগও সীমিত। স্বাভাবিকভাবেই রাজ্যে কোভিড-১৯ আক্রান্ত মানুষের সঠিক পরিসংখ্যান বের করা সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, যে পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে তার থেকেও অনেক বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং তারা দ্রুত গতিতে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন রাজ্যজুড়ে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের। হাসপাতালে ভর্তির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভর্তি আছেন ২ হাজার ৩৮৩ জন এবং তার মধ্যে ১৮২ জন আছেন জরুরি পরিচর্যায়।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক