শুধু বিনোদনই নয়, আর্তমানবতায়ও কাজ করে ফোবানা

By নোমান ইবনে সাবিত, যুক্তরাষ্ট্র থেকে
2 August 2022, 12:36 PM

যুক্তরাষ্ট্রে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) শুধুমাত্র বিনোদন নয়, আর্তমানবতার জন্যও কাজ করে। করোনাভাইরাস মহামারির সময়ে অসহায় মানুষকে পৃথকভাবে সহায়তা করেছেন ফোবানা নেতৃবৃন্দরা।

বাংলাদেশে বন্যার্ত মানুষ ছাড়াও প্রবাসে বেড়ে ওঠা শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের ব্যবস্থাও করেছেন ফোবানা।

এসব তথ্য জানিয়ে ফোবানার চেয়ারম্যান রেহান রেজা বলেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ৩৬তম ফোবানা সম্মেলন হবে 'নবদিগন্তের উৎসব'।

নিউইয়র্কে গত শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রেহান রেজা।

ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগো শহরে আগামী ২-৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৩৬তম ফোবানা সম্মেলন।

রেহান রেজা বলেন, 'ফোবানার উদ্দেশ্যই হচ্ছে প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মকে দেশীয় শিল্প-সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলা। আমরা সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।'

ফোবানার গুড উইল অ্যান্ড প্রমোশন কমিটির চেয়ারম্যান আবির আলমগীরের সঞ্চালনায় এবং চেয়ারম্যান রেহান রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাগতিক সংগঠনের আহ্বায়ক মকবুল এম আলী, মেম্বার সেক্রেটারি সৈয়দ আহসান, জসিম উদ্দিন, হাসমত মোবিন, মাহবুব ভুঁইয়া ও কাজী চৌধুরী।

অনুষ্ঠানটির আয়োজক ছিলেন বর্তমান ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী।