আইফোনের নিরাপত্তা ব্যবস্থা ভাঙতে পারে ইসরায়েলি সফটওয়্যার

By স্টার অনলাইন ডেস্ক
15 September 2021, 11:25 AM
UPDATED 15 September 2021, 17:42 PM

ইসরায়েলভিত্তিক সাইবার নজরদারি কোম্পানি এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যেটি অধিকাংশ ভার্সনের আইফোনের নিরাপত্তা ব্যবস্থা ভাঙতে সক্ষম। সফটওয়্যারটি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ব্যবহৃত হচ্ছে বলেও প্রমাণ পাওয়া গেছে।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর, সোমবার ইন্টারনেট সিকিউরিটি ওয়াচডগ গ্রুপ সিটিজেন ল্যাব এ তথ্য নিশ্চিত করেছে। 

আইফোনের এই উদ্বেগজনক দুর্বলতার কারণে আবিষ্কারটি খুবই গুরুত্বপূর্ণ। আইফোন ব্যবহারকারীর অনুমতি ছাড়া অ্যাপলের আইওএস, ওএসএক্স এবং ওয়াচওএসের প্রায় সবগুলো ভার্সনকে প্রভাবিত করতে পারে সফটওয়্যারটি। তবে, এ ক্ষেত্রে ব্যতিক্রম শুধু সোমবার আপডেট হওয়া ভার্সনগুলো। 

এনএসও গ্রুপ নামের একটি ইসরায়েলি ফার্ম টুলটি আবিষ্কার করে। যেটি সাম্প্রতিক বছরগুলোতে আইফোনের তৈরি নিরাপত্তা ব্যবস্থাকে হার মানিয়েছে। 

সিটিজেন ল্যাবের অনুসন্ধানের সত্যতা নিশ্চিত করে অ্যাপল জানিয়েছে, তারা গত সোমবার সফটওয়ার আপডেট করে দুর্বলতা ঠিক করেছে। 

অ্যাপলের নিরাপত্তা প্রকৌশল ও স্থাপত্য বিভাগের প্রধান ইভান ক্রস্টিক এক বিবৃতিতে জানিয়েছে, আইমেসেজ ব্যবহার করে প্রবেশ করানো দুর্বলতা ব্যবস্থাটি চিহ্নিত করার পর সেটা সমাধান করা হয়েছে।

তিনি আরও বলেন, 'যদিও আমরা মনে করি এটি আমাদের বিপুল সংখ্যক ব্যবহারকারীদের জন্য হুমকি নয়। আমাদের গ্রাহকদের রক্ষার জন্য অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছি। এছাড়া, আমরা প্রতিনিয়ত তাদের ডিভাইস ও তথ্যের সুরক্ষায় নতুন নতুন সংযোগ ঘটাচ্ছি।

হ্যাকিং কৌশলটি এনএসও গ্রুপ থেকে এসেছে সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন অ্যাপলের একজন মুখপাত্র।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এনএসও বিষয়টি নিশ্চিত করেও বলেনি আবার অস্বীকারও করেনি যে তারা কৌশলটির পিছনে আছে। শুধু বলেছে, তারা সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে জীবন রক্ষাকারী প্রযুক্তি প্রদান অব্যাহত রাখবে।'

তবে, সিটিজেন ল্যাব জানিয়েছে, তারা একটি বেনামি সৌদি মানবাধিকারকর্মীর ফোনে ম্যালওয়্যারটি খুঁজে পেয়েছে। গত ফেব্রুয়ারিতে তার ফোনটি স্পাইওয়্যার দ্বারা সংক্রমিত হয়। আরও কতজন ব্যবহারকারী এতে সংক্রমিত হয়েছেন তা অবশ্য জানা যায়নি।